মানিকগঞ্জের সিংগাইর উপজে’লার স্বামীহারা নাজমা দুটি সন্তানের সুখের আশায় পাড়ি জমান সৌদি আরব। কিন্তু সুখ তার কপালে নেই। ফিরলো লা’শ হয়ে। তাও আবার উপজে’লা প্রশাসনের সহায়তায়, ১ মাস ২৪ দিন পর বৃহস্পতিবার (২৪ অক্টোবর)।
জানা গেছে, সৌদি আরবের হাস*পাতালে ক্লিনারের কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল নাজমাকে। কিন্তু সেখানে তাকে গৃহকর্মীর কাজ দেয়া হয়। সেই বাড়িতে প্রায়ই মা’রধরের শিকার হতেন নাজমা। মাঝে মাঝে তাকে অনাহারেও রাখা হতো।
এজন্য দেশে স্বজনদের কাছে ফোন করে নাজমা প্রায়ই কা’ন্নাকাটি করতেন, বলতেন তাকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে। এমনকি মৃ’ত্যুর দু’দিন আগেও স্বজনদের কাছে দেশে ফিরিয়ে নেয়ার আকুতি জানিয়েছিলেন নাজমা। কিন্তু জীবিত অবস্থায় আর দেশে ফেরা হলো না তার।
এদিকে সিংগাইর থানার ওসি (ত’দন্ত) মো. নজরুল ইস’লাম বলেন, নাজমা নি’হত হয়েছেন দেশের বাইরে। নাজমা’র মৃ’ত্যু কিভাবে হয়েছে তা এখনও নিশ্চিত নয়।
Leave a Reply